একসময় বইমেলাতে দেশের শীর্ষ লেখকদের দেখা মিলতো। আবুল আসাদ থেকে শুরু করে কবি আল মাহমুদ সহ অনেকেই যাইতেন। তাদের বই কেনার উপচে পড়া ভীড় আর একটা অটোগ্রাফের জন্য কি লম্বা লাইন।
বাদ দিতেন না ইসলামিক স্কলাররাও। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.), আল্লামা সাঈদী (র.), আইনুদ্দিন আল আজাদ (র.), স্যার সলিমুল্লাহ সহ অনেকেই থাকতেন। ডান বাম মিলে লিখার মানের যে প্রতিযোগিতা আর গ্রহনযোগ্যতা। সেটা ছিল অসাধারণ।
আর এখন, মুশতাক তিশাদের দেখা যায়। মাঝে মাঝে হিরো আলমও আসে বই নিয়ে। অদ্ভুত কিছু লেখক আর বইয়ের নাম! একুশে বই মেলার যে চিরচেনা রূপ ছিল। সেটা এখন আর নাই।
জাতির রুচির দুর্ভিক্ষ আর আমাদের মজা নেওয়াতেই যেন এখন বইয়ের পৃষ্টা অপচয় হচ্ছে।
জ্ঞান আহরণের এই জায়গা টা বাচান প্লিজ।🙂