앙꼬코인

Search
Close this search box.

Niloybd

Very good project for anko

ANKO(now) : 4176109🪙

(total) : 29186109🪙

good night all anko holder

Good night all anko holder, Earn unlimited anko Daily free.complete Daily task and earn anko Daily.

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতো।

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতো।মা হলো আল্লাহর পরে আমাদের পালন কারি।পৃথিবীতে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না।তাই মায়ের সাথে সব সময় ভালো আচরণ করুন।

আজকের সকাল টা খুবি সুন্দর লাগছে?

আজকের সকাল টা খুবি সুন্দর লাগছে? সকালের হিমেল বাতাসে শরীর জুরিয়ে যায়।চারিদিকে শিতল আবহাওয়া আর মৃদূ বাতাস বইছে। সব মিলিয়ে আজকের সকাল টা খুবি সুন্দর লাগছে।

তুমি আমার ভালোবাসা, তুমি আমার সপ্ন আশা।

তুমি আমার ভালোবাসা, তুমি আমার সপ্ন আশা।তোমায় নিয়ে ঘর বাধিবো মনে বড় আশা।তোমার বুকে মাথা রেখে পাবো আমি সুখ। তোমার কোলে রেখে মাথা বুলবো যত দুঃখ।

গুড মর্নিং, কেমন আছেন সবাই।

গুড মর্নিং, কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে আমার পোস্ট পড়ছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

আম বাংলাদেশের মৌসুমি ফল,

আম বাংলাদেশের মৌসুমি ফল,আম ফলটি খেতে খুব সুসাদূ আর অনেক পুষ্টি কর।এতে রয়েছে শরীরে জন্য উপকারী অনেক ভিটামিন। তাই বেশি করে আম খান।

আমার ভালোবাসা

আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি আমার সপ্ন, তুমি আমার সাধনা। তুমি আমার জোসনা রাতের আলো,আমি তোমায় বাসি অনেক ভালো।

আমায় এতো রাতে কেনো ডাক দিলি,,,,,,

আমায় এতো রাতে কেনো ডাক দিলি,,,,,,প্রানো কোকিলারে,আমায় এতো রাতে কেনো ডাক দিলি। নিবা ছিলো মনের আগুন জালাইয়া দিলি,,,,, প্রানো কোকিলারে,আমায় এতো রাতে কেনো ডাক দিলি।

পরের জায়গায় পরের জমিন,ঘর বানাইয়া আমি রই।

পরের জায়গায় পরের জমিন,ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘর খানা যার জমিদারি, আমি পাইনা তাহার হুকুমজারি মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই।

বসন্তের মনোহর গোধূলি বেলাতে,

বসন্তের মনোহর গোধূলি বেলাতে, গাছে গাছে কি যে শোভা ফুলের মেলাতে। বয়ে যায় এ লগন এসো মোর প্রিয়, তোমায় কাছে পেয়ে জুড়াক আমার হিয়া। কণ্ঠে পরে ফুলের মালা, অভিসারে

তুমি আমার এমনি একজন, যাকে এক জনমনে ভালোবেসে ভরবে না এই মন।

তুমি আমার এমনি একজন, যাকে এক জনমনে ভালোবেসে ভরবে না এই মন। এক জনমের ভালোবাসা, একজনমে কাছে আসা,একটি চোখের পলক পড়তে লাগে যতখন,,,,,,,,,,,,,,।

টাকা হলো দূনিয়া সুখের মুল চাবিকাঠি।

টাকা হলো দূনিয়া সুখের মুল চাবিকাঠি। তোমার কাছে টাকা থাকলে তুমি সকল সুখ আর বিলাসিতা ভোগ করতে পারবে।টাকা ছাড়া দূনিয়া কেউ তোমার আপন নয়। যতখন তোমার টাকা আছে তুমি ততক্ষণ সবার কাছে দামি।টাকা না থাকলে সবার কাছে তুমি মুল্যহিন।তাই টাকাই হলো দূনিয়া সুখের একমাত্র চাবিকাঠি।

আল্লাহ তোমার এ কেমন বিচার?

আল্লাহ তুমি কাউকে রাখো সুখি,আবার কাউকে কর দূখী।কেউ খুদার জালায় চটপট করে,আবার কেউ কুকুর বিড়াল নিয়ে বিলাসিতা করে।যাকে ধন দাও তাকে মন দেও না,আবার যাকে মন দাও তাকে ধন দাও না,কেউ সারা দিন কর্ম করে পায়না সঠিক অন্য,কেউ আবার না চাইতে তুমি করো তাকে ধন্য।

প্রেম জালা

যারা প্রেম করে তারা নিজেকে এক ধরনের জালার মধ্যে রাখে।যেমন কখন তার মনের মানুষের সাথে দেখা হবে সেই জালা,কখন তার সাথে কথা হবে সেই জালা।

15 আগস্ট বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস।

15 আগস্ট বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের সাধীনতার ঘোষক।

তুমি আমার মনের মানুষ,,,,,,,

তুমি আমার মনের মানুষ মনেরি ভিতর,তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর।তুমি আমায় কইরো নাকো কোনোদিন ও পর।